ইউআইইউতে গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ‘গভর্নমেন্ট একাডেমিয়া ইন্ডাস্ট্রি কনক্লেভ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান ওয়াহিদ হোসেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইঞ্জিনিয়ার সাইদুর রহমান এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিবগাত উল্লাহ, দি সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সিইও ও অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাশরুর আরেফিন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএসির চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস ড. এম রিজওয়ান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম মিয়া।
কনক্লেভের শুরুতেই কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তা বিষয়ক দুটি মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ইউআইইউর এমএসসিএসই প্রোগ্রাম ও আইরিকের পরিচালক প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ-আল মামুন এবং ইউআইইউর সিএসই বিভাগের প্রফেসর ড. সোহরাব হোসেন।
মূল আলোচনার পর ‘গভর্নমেন্ট একাডেমিয়া ইন্ডাস্টি ডায়লগ অন এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক একটি উচ্চস্তরের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. ইমাদুর রহমান, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নূরুল হাই, ফেলিসিটি আইডিসি লিমিটেডের সিইও শরিফুল আলম, টেকনো গ্রিন কার্বন লিমিটেডের পরিচালক ড. আনিকা আলী এবং লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির সিটিও ও পরিচালক এসএআর মুইনুল ইসলাম প্রমুখ।
আলোচনায় বাংলাদেশে এআই এবং সাইবার-নিরাপত্তার সুযোগ-সুবিধা, সাইবার স্থিতিস্থাপকতা জোরদার এবং চ্যালেঞ্জ অন্বেষণ করার বিষয়ে সরকারি, শিক্ষা এবং শিল্প খাতের প্রতিনিধিরা তুলে ধরেন।
এই কনক্লেভ সরকার, একাডেমিয়া এবং শিল্পের মধ্যে সংলাপের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। এছাড়া বাংলাদেশের ডিজিটাল রূপান্তর যাত্রায় এআই এবং সাইবার-নিরাপত্তা প্রস্তুতির কৌশলগত দিকগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, গবেষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।