ঢাকায় শুরু হচ্ছে সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো সৌদি আরবের ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে গঠিত হতে যাচ্ছে সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)। চেম্বারটির গ্র্যান্ড লঞ্চিং উপলক্ষে আগামী সোমবার (৬ অক্টোবর) ঢাকায় তিনদিনের জন্য বিজনেস সামিট আয়োজন করা হয়েছে। শেষ হবে আগামী বুধবার (৮ অক্টোবর)। আজ রোববার (৫ অক্টোবর) ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসএবিসিসিআইয়ের সভাপতি আশরাফুল হক চৌধুরী।
সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক নির্মাণে এই যৌথ উদ্যোগ সময়ের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে আশরাফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, কৃষিপণ্য, আইটি, ডিজিটাল ফাইন্যান্স ও পাটজাত পণ্যে সৌদি বাজার বিশাল সম্ভাবনা তৈরি করছে। বাংলাদেশ এখন সৌদি আরবে দক্ষ জনশক্তি পাঠানোর পাশাপাশি বিভিন্ন সেক্টরে যৌথ বিনিয়োগে আগ্রহী। বিশেষত পেট্রোকেমিক্যাল, ইস্পাত, কৃষিশিল্প, গ্রিন টেকনোলজি, সাইবার সিকিউরিটি এবং সেমিকন্ডাক্টর খাতে উভয় দেশের সহযোগিতার সম্ভাবনা বিশাল। তিনি বলেন, তিনদিনের এই বিজনেস সামিটে অংশ নেবে দুই দেশের ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা।
দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কাজ করবে এসএবিসিসিআই জানিয়ে সংগঠনটির সহ সভাপতি ও ও গ্যালাক্সি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, আমরা সৌদি আরবে থাকা বাংলাদেশি ব্যবসায়ীদের বিকাশেও কাজ করতে চাই।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী বলেন, জনশক্তিকে একটু দক্ষ ও শিক্ষিত করে পাঠাতে পারলে রপ্তানি আরও বাড়বে। পাশাপাশি দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।
বিনিয়োগ বাড়ানোর ওপরে জোর দিয়ে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেজবাউল আসিফ সিদ্দিকী বলেন, আমাদের দেশের ব্যাংকগুলো আমদানি রপ্তানি কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনে যুক্ত। তবে আমাদের পাশ্ববর্তী দেশের ব্যাংকগুলো বিভিন্ন দেশে শাখা খুলে ব্যবসা সম্প্রসারণ করেছে। আমরাও সে পর্যায়ে যেতে চাই। এজন্য আমাদের দরকার বিদেশি বিনিয়োগ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বিজনেস সামিটে সৌদি আরবের ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের ২০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে, যার নেতৃত্বে থাকবেন মাজদ আল উমরান গ্রুপের মালিক শেখ ওমর আব্দুলহাফিজ আমিরবকশ। তিনদিনের এই আয়োজনে থাকছে- আগামী ৬ অক্টোবরে সৌদি প্রতিনিধি দলের আগমন ও রিসিপশন ডিনার, পরদিন ৭ অক্টোবর সকালে শুরু হবে বনানীর হোটেল শেরাটনে বিজনেস সামিট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আলোচনায় রয়েছে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। ওইদন সন্ধ্যা ৭টায় সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গ্র্যান্ড লঞ্চিং। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরেরদিন ৮ অক্টোবর বিটুবি মিটিং ও সৌদি প্রতিনিধি দলের বৈঠক।