চার দিনে প্রবাসীরা পাঠালেন এক হাজার ৭২০ কোটি টাকা

মার্কিন ডলার। ফাইল ছবি
চলতি অক্টোবরের প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় এক হাজার ৭২০ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন বলেন, গত বছরের অক্টোবরের প্রথম চারদিনে প্রবাসী আয় এসেছিল ৩৯ কোটি মার্কিন ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় কমেছে ২৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বা ৬৩ দশমিক ৮৫ শতাংশ।
অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৭৭২ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৪ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৬৯৩ কোটি ৩০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৭৯ কোটি ৩০ লাখ ডলার বা ১১ দশমিক ৫০ শতাংশ।