এসএসসির ফরম পূরণ ১৮ ডিসেম্বর শুরু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/12/11/dhaka-board.jpg)
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ছবি : সংগৃহীত
আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ চলতি বছরের ১৮ ডিসেম্বর শুরু হবে। আজ রোববার ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে আগামী ৪ জানুয়ারির মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে বলা হয়েছে।
https://dhakaeducationboard.gov.bd/data/20221211142829172991.pdf
এবার ফরম পূরণে বিজ্ঞান বিভাগে দুই হাজার ১৪০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে দুই হাজার ২০ টাকা জমা দিতে হবে। তবে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে ফরম পূরণ করা যাবে। সেক্ষেত্রে ১০ জানুয়ারির মধ্যে বিলম্ব ফি জমা দিতে হবে বলে জানানো হয়েছে।