গ্রেপ্তারের ১৭ দিন পর মুক্তি পেলেন রাবি সাংবাদিক বাপ্পী

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে গ্রেপ্তার হওয়ার ১৭ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহান বাপ্পী। আজ সোমবার জামিন আদেশ কারাগারে পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে রাতে মুক্তি পান তিনি। গত ২৬ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালত এই সাংবাদিকের জামিন মঞ্জুর করেন।
রাবি প্রেসক্লাবের সভাপতি সালমান শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন।
সালমান শাকিল এনটিভি অনলাইনকে বলেন, ‘সাংবাদিক বাপ্পীর আইনজীবী শেখ আলী আহমেদ খোকনের করা জামিন আবেদন শুনানির পর আগামী ১৩ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আল শামস জগলুল জামিন মঞ্জুর করেন।’
জানা যায়, পাঁচ বছর আগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা এক মামলায় গত ১৩ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ বাড়ি হতে গ্রেপ্তার হন সাংবাদিক বাপ্পী।
‘রাবির আবাসিক শিক্ষকের বিরুদ্ধে হলে সিট বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করায় ২০১৫ সালে ২৪ অক্টোবর যুগান্তরসহ ১৬টি পত্রিকার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেন শহীদ সোহরাওয়ার্দী হলের তৎকালীন আবাসিক শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান।
পরে তদন্ত শেষে এ মামলায় দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলীসহ আরও পাঁচ সাংবাদিককে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।