জবিতে কেন্দ্রীয়ভাবে হবে সরস্বতী পূজা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/02/01/jnu-puja.jpg)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এবার করোনার কারণে কেন্দ্রীয়ভাবে একটি মণ্ডপে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি বাজেট দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. অরুণ কুমার গোস্বামী বলেন, পূজা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূজা নিয়ে আমরা একটি বাজেটও বিশ্ববিদ্যালয়ের কাছে দিয়েছি।’
বেশ কয়েক বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে আলাদাভাবে সরস্বতী পূজা উদযাপন করা হলেও করোনার প্রাদুর্ভাবের কারণে এবার এমন পরিকল্পনা থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।
পূজা কমিটির আহ্বায়ক মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও জবি ছাত্রলীগের সহসভাপতি মিঠুন বাড়ৈ বলেন, এবার পুরো বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে একটি পূজার আয়োজন করা হবে। পূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। ছাত্রলীগ দেখবে।’
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে পূজা উদযাপনের বিষয়ে উপাচার্য বরাবর আবেদনপত্র দেয়।