জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদ রাবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/02/19/ru_201636.jpg)
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে রাবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ।
এক বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকেরা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অনন্য অবদানের জন্য স্বাধীনতাত্তোর সরকার তাঁকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করে। শহীদ প্রেসিডেন্ট জিয়া সেই ব্যক্তি, যিনি প্রথম বাঙালি সেনা কর্মকর্তা, পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। শহীদ জিয়ার প্রত্যক্ষ ভূমিকায় বাংলাদেশকে হানাদারমুক্ত ও স্বাধীন-সার্বভৌম করতে যুদ্ধের রণকৌশল হিসেবে গোটা দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। তিনি ১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। তাঁর নেতৃত্বাধীন ‘জেড ফোর্স’ মুক্তিযুদ্ধে দূর্ধর্ষ ভূমিকা রাখেন এবং সকল মুক্তিযোদ্ধারা যৌথভাবে দেশ হানাদারমুক্ত ও স্বাধীন করেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দেশ ও জাতিকে বিভক্ত, হানাহানি ও কোন্দলে লিপ্ত রেখে একটি মহল ফায়দা লুটতে মহাব্যস্ত হয়ে উঠেছে।”
বিবৃতিতে শিক্ষকেরা বলেন, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) কাজ হচ্ছে মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা ও তাঁদের কল্যাণে করণীয় কার্যাদির সুপারিশ করা। কোনো মুক্তিযোদ্ধার বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত রাষ্ট্রীয় খেতাব বাতিলের অধিকার তাদের নেই। এটি অনাধিকার চর্চা, ষড়যন্ত্রমূলক, বেআইনি ও অন্যায়। আমরা জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এহেন ন্যাক্কারজনক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ জাতীয় কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সাথে সরকারের নীতি-নির্ধারক পর্যায়ে এ ধরনের জঘন্য সিদ্ধান্ত বাতিলের অনুরোধ করছি।’
বিবৃতিদাতা শিক্ষকদের মধ্যে রয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, প্রফেসর ড. মো. আতাউর রহমান, প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, প্রফেসর ড. মো. মোর্শেদুল ইসলাম, প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক জোয়ার্দ্দার, প্রফেসর ড. নূরুল আলম, প্রফেসর ড. আব্দুল বারী মিঞা, প্রফেসর ড. নজরুল ইসলাম মিঞা ও প্রফেসর ড. সায়েদুল ইসলাম।