পাঁচ বছর পর ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন ২৮ নভেম্বর

দীর্ঘ পাঁচ বছর পর হল সম্মেলনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ। আগামী ২৮ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।
আজ শনিবার সন্ধ্যায় এই ঘোষণা দিয়েছেন তারা।
সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই সম্মেলনের মাধ্যমেই হল শাখাগুলোর কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখার নেতাকর্মীদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে হল ছাত্রলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
জানতে চাইলে ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, আগামী ২৮ নভেম্বর (রোববার) ১৮টি হল ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মাধ্যমেই কমিটি গঠন করা হবে।
প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালের ২৭ নভেম্বর সর্বশেষ হল সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ১৬ দিন পর দেওয়া হয় হল কমিটি। এ ছাড়া ২০১৮ সালের ২৯ এপ্রিলে সর্বশেষ সম্মেলন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে একই বছরের ৩১ জুলাই সনজিত চন্দ্র দাস সভাপতি ও সাদ্দাম হোসেন হন সাধারণ সম্পাদক। গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির মেয়াদ এক বছর হলেও তা তিন বছরের বেশি সময় পার করছেন শীর্ষ দুই নেতা।