পাসের হার সবচেয়ে কম যশোর বোর্ডে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/02/08/jessore-board-check-jaliati-news-pic.jpg)
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। তবে, পাসের হার সবচেয়ে কম যশোর বোর্ডে। যদিও এ বোর্ডের শিক্ষার্থীরা দ্বিতীয় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
পরীক্ষার ফলাফলে দেখা যায়, মোট পাসের হার গড় ৮৫.৯৫ শতাংশ। এর মধ্যে ঢাকা বোর্ডে পাশের হার ৮৭.৮৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬২৪২১ জন; বরিশাল বোর্ডে ৮৬.৯৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৭৩৮৬ জন; যশোর বোর্ডে ৭৩.৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৮৭০৫জন; চট্রগ্রাম বোর্ডে ৭৮.৮৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১২,৬৭৯ জন; দিনাজপুর বোর্ড ৭৯.০৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১১৮৩০ জন; ময়মনসিংহ বোর্ডে ৭৭.৩০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৭১৭৯ জন; সিলেট বোর্ডে ৮১.৪ শতাংশ, জিপিএ পেয়েছে ৪৮৭১ জন; কুমিল্লা বোর্ডে ৯০.৭ শতাংশ, জিপিএ পেয়েছে ১৪,৯৯১ জন; টেকনিক্যাল : পাসের হার ৯১.০২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৭১০৫ জন; মাদরাসা বোর্ড: পাসের হার ৯২.৫৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৯৪২৩ জন।
এর আগে, বেলা সোয়া ১১টার দিকে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানেরা ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে এই অনুষ্ঠান হয়।
গত বছরের ৬ নভেম্বর শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখের কিছু বেশি।
যেভাবে জানা যাবে ফল
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha 123456 2022 send to 16222)। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।
আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
বোর্ড জানিয়েছে, তাদের অধীন প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
আর www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।