প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবারের অনুষ্ঠান বাতিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল ১৭ মার্চ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে কর্মসূচি নেওয়া হয়েছিল তা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
‘মুজিববর্ষের’ উদ্বোধনী দিনে আগামীকাল সব প্রথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চিঠি পড়ে শোনানোর কর্মসূচি ছিল। এ চিঠিটি আজ সোমবারই প্রথামিক বিদ্যালয়গুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
যদিও আজকে দুপুরেই শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, করোনাভাইরাসের প্রভাবের আতঙ্কে আগামীকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সবশিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এক কোটি ৪০ লাখ শিশুর কাছে একটি চিঠি লিখেছেন। এ চিঠি আগামীকাল মঙ্গলবার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ে শোনানোর কর্মসূচি ছিল। করোনাভাইরাসের কারণে আজ দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আগামীকালের এ কর্মসূচি বাতিল করা হয়েছে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বন্ধের সময় শিক্ষার্থীদের ঘোরাঘুরি ও বেড়াতে যাওয়াও নিষেধ। তারা নিজ নিজ বাড়িতে থেকে সিলেবাস দেখে পড়ালেখা করবে। অভিভাবকরা শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেবেন বলে আমরা আশা করছি।’