বইমেলায় আদর্শকে স্টল বরাদ্দের দাবিতে কালোব্যাজ ধারণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/01/22/du_0.jpg)
অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এ প্রকাশনা সংস্থা ‘আদর্শ’কে স্টল বরাদ্দের দাবিতে লেখক, প্রকাশক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা কালোব্যাজ ধারণ করে প্রদিবাদী কর্মসূচি পালন করেছেন। আজ রোববার (২২ জানুয়ারি) বেলা ১১টায় বাংলা একাডেমির মূল ফটকে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, ‘লেখকের মত প্রকাশের প্রতিফলন ঘটে তাঁর বইয়ে। প্রকাশক হিসেবে আদর্শ লেখকের বই প্রকাশ করে আসছে। সেখানে ভিন্নমতের কারণে আদর্শকে মেলায় অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা চলছে। দ্রুততম সময়ের মধ্যে আদর্শকে বইমেলায় অংশগ্রহণের বাধা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়।’
বক্তারা আরও বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি হয়ে বাংলা একাডেমি সম্পূর্ণ দলীয় স্বার্থ রক্ষা করছে। এ থেকে বাংলা একাডেমিকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
কর্মসূচিতে লেখক ও সম্পাদক রাখাল রাহা, কথাসাহিত্যিক বাকি বিল্লাহ, কথাসাহিত্যিক সালাহ উদ্দিন শুভ্র, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সাবেক সভাপতি আলমগীর শিকদার লোটন, কথাসাহিত্যিক এহসান মাহমুদ, কবি শওকত হোসেন, বাসদ ঢাকা মহানগর সদস্য নাসিরউদ্দিন প্রিন্স, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ এবং ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাগীব নাঈম প্রমুখ অংশগ্রহণ করেন।