মধ্যরাত পর্যন্ত মৌখিক পরীক্ষা নিলেন জবি শিক্ষক

মধ্যরাত পর্যন্ত মৌখিক পরীক্ষা (ভাইভা) নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন। গতকাল সোমবার বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তৃতীয় সেমিস্টারের ‘ডিজিটাল লজিক ডিজাইন’ কোর্সের মৌখিক পরীক্ষা নেন।
মধ্যরাত পর্যন্ত চলা এই মৌখিক পরীক্ষায় বিভাগের ৮০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩০ জনের ভাইভা নিতে পেরেছেন তিনি।
এদিকে মধ্যরাত পর্যন্ত মৌখিক পরীক্ষা চললেও বিকেল থেকে প্রায় আট ঘণ্টা বসে থেকেও সবাই দিতে পারেননি।
জানা যায়, সোমবার বিকেল ৫টা থেকে ডিজিটাল লজিক ডিজাইন কোর্সের মৌখিক পরীক্ষা অনলাইনে নেবেন বলে জানান চেয়ারম্যান। এরপর বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত চলে; তাও সব শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া শেষ হয়নি। এত রাত পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়ার ফলে পরের দিন প্রেজেন্টেশন, এরপরে ল্যাব রিপোর্ট জমা দেওয়া এসব কিছুই তৈরি করা হয়নি শিক্ষার্থীদের।
এ বিষয়ে জবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি এখনো ভাইভাতে আছি। এজন্য আমি কিছু বলতে রাজি না। শিক্ষার্থীরা চেয়েছে, তাই ভাইভা হয়েছে। যারা ছিল, তারা ভাইভা দিয়েছে। যারা ছিল না, তারা দেয়নি।’