রাবি ভর্তি পরীক্ষার আবেদন সম্পন্ন, প্রতি আসনে লড়বে ৪৫ জন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/05/03/raajshaahii-bishbbidyaalyy.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে গতকাল মঙ্গলবার (২ মে)। এবার তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এ হিসেব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৪৫ জন ভর্তিচ্ছু।
আজ বুধবার (৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে প্রাথমিক আবেদন শেষে ভর্তিচ্ছুদের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনের তালিকা প্রকাশ করা হয়। এতে নির্বাচিত শিক্ষার্থীরা গত ৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কয়েকটি ধাপে তাদের চূড়ান্ত আবেদন সম্পন্ন করেন।
অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ১২টায় চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। এ বছর তিন ইউনিট মিলিয়ে কোটাসহ মোট আবেদন করেছে এক লাখ ৭৮ হাজার ৫৭৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে এ ইউনিটে ৭২ হাজার ৫০টি, বি ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং সি ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি।’
আগামী ২৯ মে সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এছাড়া এ ইউনিটের পরীক্ষা হবে ৩০ মে এবং বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ মে। প্রতি ইউনিটে চার শিফট করে মোট ১২ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরে এক ঘণ্টার পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৮০টি। এতে প্রতি ৪টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে পরীক্ষার্থীদের।