শাবির উপাচার্য ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করল শিক্ষার্থীরা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/01/23/sust-manobprachir-pic-tham.jpg)
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার রাত পৌনে ৮টায় তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
আন্দোলনকারী শিক্ষার্থী সাদিয়া আফরিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজ বিকেলে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে জানান, অনশনের পরও উপাচার্য (ভিসি) পদত্যাগ না করলে তাকে পুরো অবরুদ্ধ করে রাখা হবে।
এর আগে শিক্ষার্থীরা তাদের মঞ্চ থেকে ঘোষণা দেন, রোববারের পর থেকে উপাচার্যের বাসভবনে পুলিশ ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। তার বাসায় পানি, বিদ্যুৎসহ সব পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/01/23/sust-manobprachir-pic.jpg)
গতকাল শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে আজ আবার আলোচনার কথা থাকায় গণ-অনশন অনেকটা স্থবির ছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত আলোচনা না হওয়ায় তা আবারও বেগবান করা হয়।
পরে সংবাদ সম্মেলনে এসে শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার রাজ বলেন, শিক্ষার্থীরা প্রায় ১০০ ঘণ্টা ধরে অনশন করছেন। অথচ এখন পর্যন্ত উপাচার্যের পদত্যাগের কোনো লক্ষণ নেই। এ অবস্থা চলতে থাকলে আমরা উপাচার্যকে পূর্ণ অবরুদ্ধ করতে বাধ্য হবো। তখন তার বাসার জরুরি পরিষেবাও (পানি, বিদ্যুৎ) বন্ধ করে দেব আমরা। আর আজ থেকে পুলিশ ছাড়া আর কেউ তার বাসায় প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থীরা ক্লাসরুমের শিক্ষকদের স্টেজ এবং নিজেদের বিছানা এনে অনশনের জায়গা তৈরি করেন। দাবি আদায় না হলে আগামীকাল আরও শিক্ষার্থী অনশনে যোগ দেবেন বলে জানান রাজ।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/01/23/sust-onotion-pic.jpg)
উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তাঁর পদত্যাগ দাবিতে গত ১৭ জানুয়ারি থেকে আন্দোলন করছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। গত বুধবার থেকে একই স্থানে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী।
বাসভবনের সামনে অবস্থানের কারণে গত ১৭ জানুয়ারি থেকেই অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। তবে তার বাসায় প্রতিদিনই শিক্ষক, কর্মকর্তা, পুলিশ ও সাংবাদিকরা যাওয়া-আসা করছেন। বিদ্যুৎ ছাড়া চালু রয়েছে তার বাসার সব জরুরি পরিষেবা। তবে ভিসির বাসার সব পরিষেবাই বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। উপাচার্যের বাসার সামনে মানবপ্রাচীর গড়ে তোলা হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে রাতে অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হওয়ায় মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। তারা এ সময় বলেছেন, অনশনে থাকা শিক্ষার্থীদের মনোবল বাড়ানো ও তারাও সঙ্গে আছেন—এমনটা জানান দিতেই বিভিন্ন সময় তারা পাশাপাশি অন্যান্য কর্মসূচি পালন করছেন। এদিকে সন্ধ্যার পর থেকে ভিসি বিরোধী ও ব্যঙ্গ করে রোড পেন্টিং করেছেন শিক্ষার্থীরা।