সুবর্ণজয়ন্তী বর্ষে ইস্টার্ণ রিফাইনারী মডেল হাই স্কুল
চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইস্টার্ণ রিফাইনারী মডেল হাই স্কুল ২০২৪ সালে ৫০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে মতবিনিময়, কমিটি গঠন এবং বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনার নিমিত্তে আগামী ৩ মার্চ, ২০২৩ তারিখ দুপুর ২:০০ ঘটিকায় স্কুল প্রাঙ্গণে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনে স্কুলের সকল ব্যাচের ছাত্রছাত্রীরের সপরিবারে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে।
রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখঃ ২২ ফেব্রয়ারি, ২০২৩
রেজিস্ট্রেশন ফিঃ ছাত্রছাত্রী ২০১২ ব্যাচ পর্যন্ত ৫০০ টাকা, ২০১৩ ব্যাচ থেকে অন্যান্য ৩০০ টাকা, স্পাউস ৫০০ টাকা, ৬+ এবং তদুর্ধ্ব ৫০০ টাকা
রেজিস্ট্রেশন ফি পাঠানোর নম্বরঃ মোঃ ইমাম হোসেন (ব্যাচ ৯৪) ০১৮১৫-১৩৩-২৭৪ (বিকাশ এবং নগদ), সামসুজ্জামান (৯৮ ব্যাচ) ০১৭১৩-৪০০-৩০৮ (বিকাশ এবং নগদ), রানা মোতালেব (ব্যাচ ০৯) ০১৫৩৪-৮০৯-৯০৫ (বিকাশ)।