শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলল শাবিপ্রবি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/12/22/photo-1482389483.jpg)
শিক্ষার্থীদের টানা ২২ ঘণ্টা আন্দোলনের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) খুলে দিয়েছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলা সিন্ডিকেটের জরুরি বৈঠকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকেই ক্লাস ও পরীক্ষা চলার ঘোষণা দেওয়া হয়। তবে ২৫ ডিসেম্বর থেকে কেবল আবাসিক ছাত্র হলগুলোতে বৈধ শিক্ষার্থীরা উঠতে পারবেন বলে জানান সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কবির হোসেন।
সিদ্ধান্ত জানার পর আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিজয় মিছিল বের করেন। ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। দাবি মেনে নেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিরতিহীন আন্দোলনের সময় শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে করে উপাচার্য আমিনুল হক টানা ২২ ঘণ্টা অবরুদ্ধ থাকেন তাঁর নিজ কার্যালয়ে।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, সার্বিক পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে থাকবে।
এর আগে গত মঙ্গলবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের সমর্থকদের সহসভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকা থেকে ধাওয়া দিয়ে পরে হল দখলে নেন তাঁরা। এর জের ধরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। পরে প্রশাসনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা।