বেসরকারি মেডিকেলে ভর্তির সময় বৃদ্ধি

বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর আগে এই সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।
আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের পাঠানো সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও নীতিমালা মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।