ঢাবির কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
নিজস্ব ক্যাম্পাসসহ দেশের আট বিভাগের বিভিন্ন কেন্দ্রে বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হবে, যা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভর্তি বিষয়ক ওয়েবসাইটে সিট প্ল্যান প্রকাশিত হয়। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের জন্য ৪৩ জন লড়াই করবেন।
গত ৩ জানুয়ারি ঢাবির আইবিএ এবং ৪ জানুয়ারি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।