সেরা ২০
যশোর বোর্ডে শীর্ষে ঝিনাইদহ ক্যাডেট
যশোর শিক্ষা বোর্ডে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৪৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যাদের সবাই জিপিএ ৫ পেয়েছে।
urgentPhoto
এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪.০২ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে সাত হাজার ১৮১ শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯২.১৯। আর জিপিএ ৫ পেয়েছিল ১০ হাজার ৯৪৪ শিক্ষার্থী।
এবার যশোর বোর্ড থেকে এক লাখ ২৮ হাজার ১৭৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে এক লাখ সাত হাজার ৬৯৮ শিক্ষার্থী পাস করেছে।
বোর্ডে সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে ৯৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যাদের মধ্যে ৮১ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এ ছাড়া তৃতীয় অবস্থানে খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল, চতুর্থ অবস্থানে খুলনা পাবলিক কলেজ, পঞ্চম অবস্থানে খুলনার সরকারি করোনেশন গার্লস হাই স্কুল, ষষ্ঠ অবস্থানে কুষ্টিয়া জিলা স্কুল, সপ্তম অবস্থানে খুলনা জিলা স্কুল, অষ্টম অবস্থানে যশোর জিলা স্কুল, নবম স্থানে খুলনার সরকারি ল্যাবরেটরি হাই স্কুল ও দশম স্থানে আছে যশোরের দাউদ পাবলিক স্কুল।
বোর্ডে ১১তম স্থানে আছে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১২তম কুষ্টিয়া মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, ১৩তম যশোরের শেখ আকিজ উদ্দিন হাই স্কুল, ১৪তম খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১৫তম খুলনার শাহপুর মাধ্যমিক বিদ্যালয়, ১৬তম কুষ্টিয়ার পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, ১৭তম ঝিনাইদহ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ১৮তম খুলনার খালিশপুরের বিদ্যুৎকেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, ১৯তম যশোরের ঝিকরগাছা এমএল মাধ্যমিক বিদ্যালয় ও ২০তম খুলনার খালিশপুরের বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ।
আজ বেলা ১টায় যশোর প্রেসক্লাবে ফল প্রকাশ করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। গত বছরের চেয়ে এবার ফল খারাপ হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, পরীক্ষা চলাকালীন বিরোধী দলের আন্দোলন-সংগ্রামের কারণে বারবার পরীক্ষা পেছাতে হয়েছে। শিক্ষার্থীদের ওপর এর প্রভাব পড়ে থাকতে পারে।