মাদ্রাসায় সেরা ২০
ডেমরার দারুন্নাজাত কামিল মাদ্রাসা শীর্ষে

দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে শীর্ষে আছে ঢাকার ডেমরা দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। এ বছর ওই মাদ্রাসার ৩৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। পাসের হার শতভাগ। পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩০৬ জন।
এ বছর দাখিল পরীক্ষায় পাসের হার ৯০.২০ শতাংশ। মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে দুই লাখ ৫৪ হাজার ৬২২ জন। এর মধ্যে পাস করেছে দুই লাখ ২৯ হাজার ৬৬৬ জন।
দাখিল পরীক্ষায় দ্বিতীয় অবস্থানে আছে ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা। এ মাদ্রাসার ২৬৬ জন অংশ নিয়ে পাস করেছে সবাই। জিপিএ ৫ পেয়েছে ২২৭ জন।
মাদ্রাসা বোর্ডে শীর্ষ ২০টি প্রতিষ্ঠানের মধ্যে আছে যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, নরসিংদীর জামেয়া-ই-কাশেমিয়া কামিল মাদ্রাসা, রংপুরের ধাপ সাতগড়া বায়তুল মোকাররম কামিল মাদ্রাসা, নরসিংদীর জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা (মহিলা শাখা), রাজশাহীর আল মারকাজুল ইসলামী আস-সালাফি দাখিল মাদ্রাসা, গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা, ডেমরার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মহিলা শাখা, ঢাকার উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, কুমিল্লার নাঙ্গলকোটের মোকরা ডিএসএন ফাজিল মাদ্রাসা, ঢাকার লালবাগের হাফেজ আবদুর রাজ্জাক জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা আলিম মাদ্রাসা, নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা, টাঙ্গাইলের গোপালপুর দারুল উল কামিল মাদ্রাসা, বগুড়ার সরকারি মোস্তফাবিয়া কামিল মাদ্রাসা, যশোর আমিনিয়া কামিল মাদ্রাসা, জামালপুরের শরিফপুর দাখিল মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়ার আড়াইবাড়ী ইসলামিয়া সাইয়েদিয়া কামিল মাদ্রাসা এবং ঢাকার মিরপুরের মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা।