রুয়েটে প্রথম বর্ষ ভর্তির বর্ধিত মেধাতালিকা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/01/13/photo-1484317205.jpg)
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৬-১৭ সেশনে প্রথম বর্ষে শূন্য আসনে ছাত্রছাত্রী ভর্তির জন্য বর্ধিত মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে এই বর্ধিত মেধাতালিকা প্রকাশ করা হয়।
প্রথম বর্ষ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহা. আবদুস সোবহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে আগামী ২১ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘গ্রুপ-১’-এ ২৪৯৯ থেকে ২৬৯৮তম পর্যন্ত এবং আর্কিটেকটার বিভাগে মেধাক্রম ১২৯ থেকে ১৫৬তম স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের ভর্তি করা হবে। এই মেধাতালিকায় ভর্তিচ্ছুদের অবশ্যই দুপুর ১২টার মধ্যে ভর্তি হতে হবে।
আসন শূন্য থাকা সাপেক্ষে একই দিন দুপুর ১২টা থেকে ‘গ্রুপ-২’-এ ২৬৯৯ থেকে ৩০৯৮তম পর্যন্ত এবং আর্কিটেকটার বিভাগে মেধাক্রম ১৫৭ থেকে ২৫৬তম স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের ভর্তি করা হবে। এই মেধাতালিকায় ভর্তিচ্ছুদের অবশ্যই দুপুর ১২টার মধ্যে ভর্তির জন্য নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে।
এরপরও যদি আসন শূন্য থাকে তবে একই দিন বিকেল ৩টা থেকে ‘গ্রুপ-৩’-এ ৩০৯৯ থেকে ৩৪৯৮তম পর্যন্ত এবং আর্কিটেকটার বিভাগে মেধাক্রম ২৫৭ থেকে ৩৫৬তম স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের ভর্তি করা হবে। এই মেধাতালিকায় ভর্তিচ্ছুদের অবশ্যই বিকেল ৩টার মধ্যে ভর্তির জন্য নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে।
ভর্তির যাবতীয় নিয়মাবলি এবং প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং www.ruet.ac.bd ওয়েবসাইটে এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্যাদি প্রার্থীকে নিজ দায়িত্বে রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড এবং www.ruet.ac.bd ওয়েবসাইটে জেনে নেওয়ার পরামর্শও দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, উল্লিখিত সময়সূচি অনুযায়ী কোনো ছাত্রছাত্রী ভর্তি হতে ব্যর্থ হলে তার ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য হবে।
এ ছাড়া আগামী ২২ জানুয়ারি রাত ৯টায় ভর্তিকৃত ছাত্রছাত্রীদের প্রাপ্ত বিভাগ এবং আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তী তালিকা প্রকাশ করা হবে।