বাকৃবিতে নতুন উপদেষ্টা ও প্রক্টর

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন উপদেষ্টা ও প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ বিভাগে যোগ দিয়েছেন।
নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন খান এবং ফসল উদ্ভিদ বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন নিয়োগ পেয়েছেন প্রক্টর হিসেবে।
বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর গতকাল বুধবার রাতে এক প্রশাসনিক আদেশে ড. জসিম উদ্দিন খান ও ড. জাকির হোসেনকে দুই বছর মেয়াদের জন্য নিয়োগ দেন।
নতুন নিয়োগ পাওয়া প্রক্টর ড. জাকির হোসেন আজ সকালে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।