বাকৃবির কৃষিকন্যা হলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিঙ্গেল সিটের দাবিতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিকন্যা হলের শিক্ষার্থীরা।
গতকাল শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হলসংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেন হলটির ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। প্রায় ৩ ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে তারা হলে ফিরে যান।
শিক্ষার্থীরা বলেন, গত দুই বছর ধরে একজনের জন্য নির্ধারিত একটি বেডে দুজন করে থাকছেন। যদিও গত ৩ মার্চ হল প্রশাসনের এক নোটিশে জানানো হয়, ৩৩টি সিঙ্গেল সিট খালি রয়েছে এবং এসব সিটের জন্য আবেদন নেওয়া হবে ১৫ এপ্রিল পর্যন্ত। কিন্তু এর আগেই নতুন ভবনের একটি কক্ষে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, যারা ডাবল সিটে থাকছেন তাদের জন্য এখনও সিট বরাদ্দ দেওয়া হয়নি, অথচ নির্ধারিত সময়ের আগেই সিনিয়রদের সিট দেওয়া হলো। এতে প্রশাসনের পক্ষপাতিত্ব স্পষ্ট।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ইতোপূর্বেও তারা একাধিকবার প্রভোস্টের সঙ্গে দেখা করে সমস্যার কথা জানিয়েছিলেন। প্রভোস্ট বিভিন্নভাবে আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘ দুই বছর ধরে একই বেডে দুজন থাকছি, এটা ভীষণ কষ্টকর। এতদিন স্যারের সব কথা মেনে চলেছি। কিন্তু আমাদের সিটের ব্যবস্থা না করেই কেনো অন্যদের আগে সিট দেওয়া হলো— সে প্রশ্নের জবাব চাই।’
এ বিষয়ে কৃষিকন্যা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামানের সঙ্গে শিক্ষার্থীরা ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি এ মুহূর্তে উপস্থিত হতে পারছেন না। তবে রোববার (১৩ এপ্রিল) শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টার অফিসে বসে আলোচনা করবেন।
সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো আমরা গুরুত্ব সহকারে শুনেছি। এখন এটার একটি স্থিতিশীল সমাধানের জন্য আমাদের একসাথে বসে আলোচনা করতে হবে। আজকে যেহেতু ভর্তি পরীক্ষা ছিল, তাই সকল শিক্ষকই ব্যস্ত ছিলেন। রাতারাতি কোনো কিছুর সমাধান হয় না।’ তিনি শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার অনুরোধ জানান এবং পরে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধানের আশ্বাস দেন।