শাবিতে শিক্ষকদের কর্মবিরতি

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা এবং প্রস্তাবিত ৮ম জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়।
এর আগে প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামোর প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
আজকের কর্মসূচিতে শিক্ষকরা বলেন, আগে শিক্ষকদের যে অবস্থান ছিল তা থেকে বর্তমান বেতন কাঠামোতে ন্যূনতম দুই ধাপ নামিয়ে আনা হয়েছে, যা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায়সঙ্গত অধিকার ক্ষুণ্ণই করেনি বরং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অত্যন্ত অবমাননার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. কবির হোসেন, গণিত বিভাগের প্রফেসর সাজেদুল করিম, কেমেস্ট্রি বিভাগের প্রফেসর ড. মো. ইউনুস, স্যোসিওলজির প্রফেসর কামাল আহমদ চৌধুরী, স্যোসাল ওয়ার্কের প্রফেসর তুলসি কুমার দাসসহ সিনিয়র শিক্ষকরা বক্তব্য দেন।
ড. মো. কবির হোসেন বলেন, জুলাই মাসের ১ তারিখে ফেডারেশনের সাথে শাবি শিক্ষকরা বসবেন। তারপর তাঁরা তাঁদের কর্মসূচি ঘোষণার মাধ্যমে নতুন পে-কমিশন গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।