ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার একটি মুহূর্ত। ছবি : ফোকাস বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়য়ের চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবদনকারীর সংখ্যা ১৩ হাজার ৪৭৬ জন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সেবা দিতে ক্যাম্পাসে বিভিন্ন কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিল বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাবির প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া যায়নি।