শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ১৪৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. কবির হোসেন জানান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল গনিকে সভাপতি ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মহিবুল আলমকে সদস্য সচিব করে ৩১ সদস্যের ভর্তি কমিটি গঠন করা হয়েছে।