ইবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৮ শতাংশ ফেল!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর হাতে তাঁর কার্যালয়ে পরীক্ষার ফল হস্তান্তর করে ইউনিট সমন্বয়কারী কমিটি।
সূত্র মতে, বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৩৭৫টি আসনের বিপরীতে ১৭ হাজার ৪৭২ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ১১হাজার ৪২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন। এদের মধ্যে এক হাজার ৩০৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পাসের হার ১১ দশমিক ৪২ শতাংশ। ফেল করেছে ৮৮ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী।
ফল প্রকাশের সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ‘সি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, লোক-প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিম বানু এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান উপস্থিত ছিলেন।
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই দিনে অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ৫ ডিসেম্বর মঙ্গলবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম শিফটের প্রশ্ন দ্বিতীয় শিফটে পুনরাবৃত্তি হওয়ার কারণে দ্বিতীয় শিফটের পরীক্ষা বাতিল ও তৃতীয় শিফটের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।
পরে ৮ ডিসেম্বর শুক্রবার প্রথম ও দ্বিতীয় শিফটে পরীক্ষা গ্রহণ করে কর্তৃপক্ষ। এতে ৮ ডিসেম্বর পুনরায় পরীক্ষা গ্রহণকালে ৪০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল।
ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।