ইবিতে ভর্তির সাক্ষাৎকার মঙ্গলবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তির সাক্ষাৎকার আগামী মঙ্গলবার থেকে শুরু হবে।
আজ রোববার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য জানান। সাক্ষাৎকার শেষে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে বলেও জানা যায়।
আগামী মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তির সাক্ষাৎকার ওই অনুষদের ডিন অফিসে শুরু হবে। এ অনুষদের অধীন ২৪০ আসনের জন্য মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের মধ্যে মেধাতালিকা অনুযায়ী ২৪০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
একই দিন সকাল ৯টায় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তির সাক্ষাৎকার ডিন অফিসের সভাকক্ষে গ্রহণ করা হবে। ‘বি’ ইউনিটে ৪২০ আসনের জন্য মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের প্রথম শিফটে ১৫৪, দ্বিতীয় শিফটে ১৫৩ ও তৃতীয় শিফটে ৩৩তম মেধাক্রম পর্যন্ত এবং মাদ্রাসা বোর্ড থেকে মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের প্রথম শিফটে ৩৩ ও দ্বিতীয় শিফটে ৩৩ এবং তৃতীয় শিফটের অষ্টম পর্যন্ত ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার গ্রহন করবে কর্তৃপক্ষ।
১২ ডিসেম্বর সকাল ৯টায় একই অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৩৭৫ আসনের জন্য ভর্তি সাক্ষাৎকার মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে ‘সি’ ইউনিট সমন্বয়কারীর অফিস কক্ষে গ্রহণ করা হবে। মেধাতালিকায় স্থানপ্রাপ্ত প্রথম শিফটে ১৭২ জন, দ্বিতীয় শিফটে ১১৪ জন এবং তৃতীয় শিফটে ৭৯ জন শিক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
একই দিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২৫০ আসনের জন্য ভর্তির সাক্ষাৎকার ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ১৪০ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে। এতে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত প্রথম শিফটে ৯৭ জন, দ্বিতীয় শিফটে ৯৮ জন এবং তৃতীয় শিফট ৫৫ জন শিক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
১২ ডিসেম্বর সকাল ৯ টায় একই অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ২০০ আসনের জন্য ভর্তি সাক্ষাৎকার ইউনিট সমন্বয়কারীর অফিস কক্ষে গ্রহণ করা হবে। মেধাতালিকায় স্থানপ্রাপ্ত প্রথম শিফট, দ্বিতীয় শিফট ও তৃতীয় শিফটে ৫০ জন করে শিক্ষার্থীর ভর্তি সাক্ষাৎকার গ্রহন করা হবে। এছাড়াও ১৩ ডিসেম্বর (বুধবার) একই স্থানে ‘ই’ ইউনিটের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিফটের ৫১ থেকে ১০০ পর্যন্ত ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
১৩ ডিসেম্বর সকাল ৯টায় একই অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তির সাক্ষাৎকার ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ইউনিট সমন্বয়কারীর অফিসে গ্রহণ করা হবে। এতে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ১ থেকে ১০০ জন শিক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হবে।
১২ ডিসেম্বর ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের ৪৫০ আসনের জন্য ভর্তি সাক্ষাৎকার ওই অনুষদের ডিন অফিসের সভাকক্ষে গ্রহণ করা হবে। এতে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত প্রথম শিফটে ২৭৫জন ও দ্বিতীয় শিফটে ১৭৫ জন ভর্তিচ্ছুর সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হবে।
১২ ডিসেম্বর সকাল ৯টায় আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের ২৪০ আসনের জন্য ভর্তির সাক্ষাৎকার অনুষদের সভাকক্ষে গ্রহণ করা হবে। ‘এইচ’ ইউনিটের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত প্রথম শিফট ১৪৭ জন এবং দ্বিতীয় শিফটে ৯৩ তম পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরকৃত প্রবেশপত্র এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, প্রশংসাপত্র, নম্বরপত্র, সনদপত্রের সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। এ ছাড়া ভর্তির সময় পাসপোর্ট সাইজের সত্যায়িত ১০ কপি ছবি, জন্মনিবন্ধন সনদ, বাবা ও মায়ের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।