শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/31/photo-1441010767.jpg)
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ও শিক্ষক সমিতির সভাপতি কবীর হোসেন আজ সোমবার এনটিভি অনলাইনকে জানান, আসছে ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল রোববার বিকেলে একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।