পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা হবে আগামী ১৩ নভেম্বর।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী জানান, ২৭ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভর্তি ফরম বিতরণ করা হবে। টেলিটক অপারেটরের সাহায্যে এই আবেদন করতে হবে।
চলতি শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে নতুন ছয়টি বিভাগ চালু করা হয়েছে বলে জানান ফারুক হোসেন। বিভাগগুলো হলো- নগর ও অঞ্চল পরিকল্পনা, রসায়ন, পরিসংখ্যান, সমাজকর্ম, ইংরেজি ও লোকপ্রশাসন। বিশ্ববিদ্যালয়ে আগে থেকে চালু রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য, গণিত, পদার্থবিজ্ঞান, ফার্মেসি, ভূগোল ও পরিবেশ, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি ও বাংলা বিভাগ।
এ বছর নতুন ছয়টিসহ ১৯টি বিভাগে মোট ৮৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আগামী ১৩ নভেম্বর শুক্রবার সি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত, বি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, এ-১ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এবং এ-২ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কক্ষে মোবাইল ফোন এবং সকল প্রকার ক্যালকুলেটর ও ইলেকট্রনিক ডিভাইস আনা সস্পূর্ণ নিষিদ্ধ বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা।
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য www.pust.ac.bd এই ঠিকানায় পাওয়া যাবে।