২৬ ফেব্রুয়ারির পরীক্ষা পিছিয়ে ৭ মার্চ

ফাইল ছবি
আবার পেছাল এসএসসি ও সমমানের পরীক্ষা। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের পরীক্ষা পিছিয়ে তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ মার্চ, শনিবার। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার দুপুর ১টার দিকে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আমরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে ছেড়ে দিতে পারি না। শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষা নির্বিঘ্ন করার জন্য আমরা পরিবর্তিত এ সময় ঘোষণা করেছি।’
২৬ ফেব্রুয়ারি বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষা হওয়ার কথা ছিল। মাদ্রাসা বোর্ডে ছিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা।