ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ঢাবি ক্যাম্পাসে ৫২টি ও এর বাইরে ঢাকার ৩৫টি স্কুল-কলেজসহ মোট ৮৭টি কেন্দ্রে একযোগে হবে এ পরীক্ষা। এ বছর এক হাজার ৪৬৫টি আসনের জন্য ভর্তি-ইচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ১৩০ জন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৬২ শিক্ষার্থী।
পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায়, এমন যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা চলার সময় ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন।
ভর্তি পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে।