রাবির ১১তম সমাবর্তনের তারিখ নির্ধারণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে আগামী ৩০ নভেম্বর অথবা ৭ ডিসেম্বর। ওই দিন বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম মাঠে সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ১১তম সমাবর্তনের সম্ভাব্য তারিখ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩০ নভেম্বর ও ৭ ডিসেম্বর রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে প্রস্তাব করেছে। পরে রাষ্ট্রপতির দপ্তর থেকে সমাবর্তনের সময় প্রাথমিকভাবে ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে। তবে এই তারিখ পরিবর্তন হয়ে ৭ ডিসেম্বরও হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, সমাবর্তনের জন্য রাষ্ট্রপতির কাছে আগামী ৩০ নভেম্বর অথবা ৭ ডিসেম্বর সময় চাওয়া হয়েছে। এর মধ্যে যেকোনো একদিন সমাবর্তন হতে পারে। দু-একদিনের মধ্যে রাষ্ট্রপতির দপ্তর থেকে তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সমাবর্তনে গ্র্যাজুয়েটদের নিবন্ধনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে গত বছর ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদের সভাপতিত্বে এই সমাবর্তনে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছয় হাজার ১৪ জন গ্র্যাজুয়েট অংশ নেন।