জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা কাল শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা কাল বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে। এক হাজার ৭৩৩টি কলেজের দুই লাখ ১৪ হাজার ৭৩ জন পরীক্ষার্থী মোট ৬৮৩টি কেন্দ্রে অংশ নেবেন।
সময়সূচি অনুযায়ী, প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে ৯২৯১০৩৮, ৯২৯১০১৭ ফোন করা যাবে। ফ্যাক্স করা যাবে ৯২৯১০৪৪ নম্বরে। আর ই-মেইল controller@nu.edu.bd এ যোগাযোগ করতে পারবেন পরীক্ষার্থীরা।
আজ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, পরীক্ষা অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।