রাকাবের নিয়োগ পরীক্ষা স্থগিত, মহাসড়ক অবরোধ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) অফিসার (দ্বিতীয় শ্রেণি) পদে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর প্রতিবাদে আজ শুক্রবার ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা।
আজ দুপুর আড়াইটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. জিন্নাত আরা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিলে এ ঘটনা ঘটে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত রাকাব-এর কর্মকর্তা (দ্বিতীয় শ্রেণি) পদে নিয়োগ পরীক্ষা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হলো।’
এ বিজ্ঞপ্তির পরে নিয়োগ পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা-রাজশাহী মহাসড়ক গিয়ে অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পৌনে ৫টা পর্যন্ত তাঁরা মহাসড়ক অবরোধ করে রাখেন।
ফরিদপুর থেকে পরীক্ষা দিতে আসা মো. জাকির হোসেন বলেন, ‘আমরা অনেক দূর থেকে এসেছি। পরীক্ষা যে কারণেই স্থগিত হোক না কেন, যাতায়াতের অনেক সমস্যা থাকায় আমাদের পরীক্ষা আগামীকালের মধ্যেই নিতে হবে।’
এ বিষয়ে দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. জিন্নাত আরা বেগম বলেন, ‘ভুলবশত সকাল ১০টার শিফটে দুপুর সাড়ে ৩টার শিফটের প্রশ্নপত্রও সরবরাহ করা হয়। ফলে একই শিফটে দুই শিফটের প্রশ্নই পরীক্ষার্থীরা হাতে পেয়ে যায়। এখন নতুন প্রশ্নমালা না থাকায় দ্বিতীয় শিফটের পরীক্ষা নেওয়া সম্ভব নয়।’
জিন্নাত আরা বেগম আরো বলেন, ‘সবকিছু যাচাই-বাছাই করে পরে এ পরীক্ষা নেওয়া হবে।’
এই নিয়োগ পরীক্ষায় সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিজোড় রোল নম্বরধারী ১৫ হাজার ৪৪৮ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। দ্বিতীয় শিফটে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জোড় রোল নম্বরধারী ১৫ হাজার ৪৫৮ জন চাকরিপ্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল।