পিএসসি পরীক্ষা শুরু, কালকের পরীক্ষা ৩০ নভেম্বর

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে আজ শনিবার। তবে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আগামীকাল সোমবারের পরীক্ষা পিছিয়ে ৩০ নভেম্বর করা হয়েছে। সোমবার বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সকালে রাজধানীর একটি কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে এ সিদ্ধান্তের কথা জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
urgentPhoto
মন্ত্রী বলেন, ‘কোনো অস্থিরতা নেই, কোনো একটা জায়গায় একটা দুষ্টু লোক... সারা বাংলাদেশে আমাদের কেন্দ্র অসংখ্য। তখন আপনারাই ফলাও করে প্রচার করবেন, যে একদিন পরীক্ষা পিছিয়ে দিলে কী এমন মহাভারত অশুদ্ধ হতো। কোনো কারণে যদি আমরা, অনিবার্য কারণে যদি পরীক্ষা পিছিয়ে নেই, ২৯ তারিখ শেষ হওয়ার কথা ওই পরীক্ষা ৩০ নভেম্বর নিয়ে গেলাম, এমন তো কোনো ক্ষতি হবে না।’
এ সময় মন্ত্রী জানান, পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে এ বছর আরো কৌশলী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ‘আটটা বিভাগে ভাগ করেছি বাংলাদেশকে। প্রতিটা বিভাগে আলাদা আলাদা, একটু কায়দা করে, একটু সিক্রেসি তো থাকতেই পারে।’
এ ছাড়া ২০১৮ সাল থেকে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত নির্ধারণ করায়, পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা আলাদাভাবে না নিয়ে একসঙ্গে নেওয়া যায় কি না, তাও ভেবে দেখা হচ্ছে বলে জানান মন্ত্রী।
এবারে প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ শিক্ষার্থী। প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে ইংরেজি পরীক্ষা।