রাস্তায় প্রতীকী চিত্র এঁকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি

রাস্তায় স্লোগান ও প্রতীকী চিত্র এঁকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একদল তরুণ শিক্ষার্থী। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে চারুকলা বিভাগের ১০-১২ শিক্ষার্থী খাদ্য সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে চারুকলার শিক্ষার্থী প্রদীপ সাহা বলেন, ‘প্যারিস রোড দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। এই স্লোগান, চিত্র যদি তাঁদের মধ্যে সচেতনতা তৈরি করে, তাহলে আমাদের এ উদ্যোগ সফল হবে।’
এদিকে ওই চিত্র দেখে পথ চলতে চলতে থেমে যান অনেকেই। সুনিপুণ আলপনার ফাঁকে চিত্র আর স্লোগানে চোখ আটকে যায় পথচারীদের। এ রকমই একজন শিক্ষার্থী আরিফ রেজা। তিনি বলেন, ‘প্রতিদিন বিভিন্ন দাবিতে মিছিল-মিটিং দেখি। কিন্তু সেগুলো একঘেয়েমি লাগে। সেই জায়গা থেকে রাস্তায় স্লোগান, আলপনা এঁকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চিন্তাটা নতুন। এতে আমি যেমন পড়ছি এবং বোঝার চেষ্টা করছি, তেমনি অনেকেই পড়বে বলে আমি মনে করি।’