জেএমবি সংশ্লিষ্টতার অভিযোগ, তিনজনের ছাত্রত্ব বাতিল

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে আটক তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন আহমেদ একক ক্ষমতাবলে এদের ছাত্রত্ব বাতিল করেন।
ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন- নাইমুর রহমান, ফয়সাল মাহামুদ ও মো. শওকত রাসেল। তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আলী আজগর জানান, প্রক্টর কার্যালয় থেকে সুপারিশ করার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের নির্দেশ দেন।
গত শনিবার চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেএমবি সদস্য সন্দেহে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী হাটহাজারীর আমান বাজারের হাজি ইসহাক ম্যানসনের নিচতলায় অভিযানের পর উদ্ধার করা হয় যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক এম কে ১১ বন্দুক, বোমা তৈরির সরঞ্জাম, ১৯০টি গুলি, সেনাবাহিনীর ১২টি জ্যাকেট, ১৪টি প্যান্টসহ নানা সামগ্রী।