সংঘর্ষের পর চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েনসেস বিশ্ববিদ্যালয়ে দুটি অনুষদের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জের ধরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সিন্ডিকেটের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ এ সিদ্ধান্তের কথা জানান।
সভায় আজ বিকেলের মধ্যে ছাত্রদের এবং কাল বুধবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় মাঠে ভেটেরিনারি ও ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের ওপর কয়েক দফা হামলা চালায়। হামলার ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক খলিলুর রহমান জানান, সোমবার দুপুরে কয়েক দফা সংঘর্ষের পর কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধের এ সিদ্ধান্ত নেয়।