শুক্রবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

আগামী শুক্রবারের (২৭ মে) উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা ফের স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ১২ জুন, রোববার অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বাসস।
ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে গত ২২ মের পরীক্ষাটি পিছিয়ে ২৭ মে, শুক্রবার নির্ধারণ করা হয়েছিল। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে তা আবার পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহের আওতাধীন আগামী ২৭ মে অনুষ্ঠিতব্য এইচএসসি/ডিআইবিএস পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।’
ওই দিনের পরীক্ষা ১২ জুন রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।