একাদশ শ্রেণিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ২৭ জুন পর্যন্ত

পুরোনো ছবি
২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির সময়সীমা ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত।
এ ছাড়া দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির তারিখ ২৮ থেকে ৩০ জুন এবং বিলম্ব ফিসহ ভর্তির তারিখ ১০ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত। বিলম্ব ফিসহ আসন শূন্য থাকা সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে।
আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বাসস।
যেসব শিক্ষার্থী অনলাইনে বা এসএমএসের মাধ্যমে আবেদন করেনি বা নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হবে না, তাদের উন্মুক্তভাবে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত ও তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।