কারিগরি কলেজে ভর্তি শুরু

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পুরোনো ছবি
কারিগরি কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফল অনলাইনে প্রকাশিত হয়েছে। এর মধ্য দিয়ে ভর্তি কার্যক্রমও শুরু হলো। আজ রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, আগামী ৩০ জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। এর পর অপেক্ষমাণ তালিকা থেকে ২-২৪ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে।
নাহিদ বলেন, এবার এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা কারিগরি কলেজগুলোতে ভর্তি হতে পারবে। দেশে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও ৬৬টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়রিং কোর্স চালু রয়েছে।