ভোটের জন্য পেছাল তিনদিনের পরীক্ষা

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে এইচএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। তিনটি বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
সিটি নির্বাচনের কারণে আগামী ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের এইচএসসি পরীক্ষার দিন পিছিয়ে ২, ৪ ও ১৬ মে করা হয়েছে।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে নতুন তারিখের কথা জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এনটিভি অনলাইনকে এ কথা জানিয়েছেন।
২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৯ মার্চ নির্বাচনের কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গত ১ এপ্রিল সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে।