২০ নভেম্বর থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২০ নভেম্বর শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। আগামী ২৭ নভেম্বর এ পরীক্ষা শেষ হবে।
আজ রোববার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
এর আগে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা-সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রী জানান, সব পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে, শেষ হবে দুপুর দেড়টায়। এ বছর মোট ৩৪ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।
মন্ত্রী জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।
এর আগে অষ্টম শ্রেণিকে প্রাথমিক শ্রেণি করায় পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে না বলে জানানো হয়েছিল। তবে গত ২৭ জুন মন্ত্রিসভায় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রস্তাব অনুমোদন না হওয়ায় এখন পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।