সিরাজগঞ্জে দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত

এবারের বন্যায় সিরাজগঞ্জ জেলার চরাঞ্চল, নিম্নাঞ্চল ও যমুনা নদীর তীরবর্তী এলাকার প্রায় ৪৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। ৪১৯টি বিদ্যালয়ে সাময়িকভাবে পাঠদান বন্ধ রয়েছে। বন্ধ করা বিদ্যালয় ছাড়া অন্য বিদ্যালয়গুলোতে বিকল্প ব্যবস্থায় পাঠদান কার্যক্রম চালু রয়েছে। এ ছাড়া ওই সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলায় বন্যায় প্লাবিত হয়ে ৫৫টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ। কাজিপুরে ২৯টি, শাহজাদপুরে ১৩০টি, চৌহালীতে ১১৩টি, বেলকুচিতে ৬৫টি ও কামারখন্দে ১৪টি বিদ্যালয় প্লাবিত হওয়ায় পাঠদান বন্ধ আছে। উল্লাপাড়াতে প্লাবিত ৫১টি বিদ্যালয়, পাঠদান বন্ধ রয়েছে ১৩টি বিদ্যালয়ে। তাড়াশ উপজেলায় প্লাবিত ছয়টি বিদ্যালয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, বন্যাকবলিত এলাকার উঁচু স্কুলগুলো বানভাসী মানুষদের আশ্রয় দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৩ আগস্ট থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বন্যায় প্লাবিত স্কুলগুলোর শিক্ষার্থীদের সে পরীক্ষা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য স্কুলগুলোতে যথাসময়ে পরীক্ষা শুরু হবে বলে তিনি জানান।