সাফল্য ধরে রেখেছে রাজশাহী কলেজ

মাথার ওপর তীব্র রোদ। তার সঙ্গে ভ্যাপসা গরমে যেন দাঁড়ানো দায়। কিন্তু এ কষ্টও যেন তুচ্ছ ওদের কাছে। কারণ তাদের চোখে-মুখে তখন নতুন স্বপ্ন বোনার আলো উঁকি দিচ্ছে। তাই গরমের কষ্ট উবে গিয়ে আনন্দ-উৎসবে মেতে উঠার জন্য অধির আগ্রহে প্রতিটি ক্ষণ গুনছিল রাজশাহী কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কলেজের দোতালার বারান্দা থেকে একজন শিক্ষক মাইকে ঘোষণা দিলেন ‘এবার আমাদের কলেজের গড় পাশের হার ৯৯ দশমিক ৬৫ ভাগ।’ শিক্ষকের এমন ঘোষণার পর পরই যেন আনন্দের জোয়ারে ভেসে উঠে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।
এবারো রাজশাহী কলেজ ধরে রেখেছে তার সাফল্য। রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ফলাফলের দিক থেকে ঐতিহ্য ধরে রেখেছে কলেজটি। এ কলেজ থেকে ৫৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করে ৫৭১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২০ জন। যার গড় পাশের হার ৯৯ দশমিক ৬৫ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২০ জন। এই ফলাফল রাজশাহী শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ ফলাফল। গত কয়েক বছর থেকে বোর্ডের সর্বোচ্চ ফলাফলের রেকর্ড ধরে রেখেছে কলেজটি।
গতবার রাজশাহী কলেজ থেকে ৫৮৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছিল। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৪৮৫ জন।
রাজশাহী কলেজ থেকে বিজ্ঞানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী প্রত্যাশা বলেন, ‘কলেজে ক্লাসে অন্তত ৬০ ভাগ উপস্থিত থাকতে হয়। এর নিচে কোনো শিক্ষার্থী উপস্থিত থাকলে তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয় না। এছাড়াও এখানে সম্পূর্ণ মাল্টিমিডিয়া সিস্টেমের ব্যতিক্রমী শিক্ষা পদ্ধতিই অন্যসব সরকারি কলেজকে পেছনে ফেলে রাজশাহী কলেজকে অনন্য উচ্চতায় নিয়ে আসছে বার বার।’
জিপিএ-৫ পাওয়া আরেক শিক্ষার্থী লাভলী বলেন, ‘এখানে নিয়মিত ক্লাস ছাড়াও পরীক্ষার্থীদের আলাদাভাবে ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হয়। যার ফলে রেজাল্টও ভাল হচ্ছে আমাদের।’
রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান বলেন, ‘পাবলিক পরীক্ষায় রাজশাহী কলেজের ভালো ফলাফল আমরা ধরে রেখেছি ২০১২ সাল থেকে। আমরা চেষ্টা করি ভালো ফলাফলের এই ধারা ধরে রাখতে। সকলের প্রচেষ্টায় সেই ধারা আমরা অব্যাহত রেখেছি।’