৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

৩৭তম বিসিএসের প্রিলিমিনারি (প্রাথমিক বাছাই) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলে। এতে রাজধানীর ১২৩টি কেন্দ্রসহ ছয় বিভাগের ১৯০টি কেন্দ্রে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আগারগাঁও সরকারি কর্মকমিশন সচিবালয়ে লটারির মাধ্যমে বিসিএসের প্রশ্নপত্র ঠিক করা হয়। সেখানেই জানানো হয় ‘চিত্রা’ সেটের প্রশ্নপত্র দিয়ে ৩৭তম বিসিএস পরীক্ষা হবে।
লটারির আগে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক দেশের ছয়টি বিভাগের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও সম্মেলন করেন।
গত ২৯ ফেব্রুয়ারি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেছেন।