জাবিতে ভর্তির আবেদন শুরু

জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন আজ মঙ্গলবার শুরু হয়েছে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
সকালে উপাচার্য ভবনের কাউন্সিল কক্ষে ভর্তি পরীক্ষার আবেদন কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বক্কর সিদ্দিক জানান, এবারের ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর শুরু হবে। পরীক্ষা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আজ থেকে শিক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত। তিনি আরো বলেন, এবারের ভর্তি পরীক্ষা ইউনিটভিত্তিক অনুষ্ঠিত হবে। কলা ও মানবিক অনুষদের ‘সি’ ইউনিটে ১০০ নম্বরের পরীক্ষা হবে। ২০ নম্বর থাকছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ওপর। অন্য অনুষদভুক্ত ইউনিটগুলোতে (এ, বি, ডি, ই, এফ, জি, এইচ) ৮০ নম্বরের পরীক্ষা হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ওপর থাকছে ২০ নম্বর।
এ, বি, সি, ডি, ই ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফরমের মূল্য ৫৫০ টাকা ও এফ, জি, এইচ ইউনিটে আবেদন ফরমের মূল্য ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (http:/www.juniv.edu) ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান রেজিস্ট্রার।