ঢাবি ভর্তি : ‘গ’ ইউনিটে পাস ৫.৫২ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছে ৫ দশমিক ৫২ শতাংশ।
আজ বৃহস্পতিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপার্চায আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এ বছর আবেদনকারীর সংখ্যা ছিল ৪২ হাজার ১২৪ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪০ হাজার ২৩৪ জন। অনুপস্থিত ছিলেন এক হাজার ৮৯০ জন। পাসের সংখ্যা দুই হাজার ২২১ জন।
পরীক্ষায় উত্তীর্ণরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের বছর এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.pif.du. ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।
এ ছাড়া আবেদনকারীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে DU<>GA<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানতে পারবে।
পাস করা শিক্ষার্থীদের মেধাক্রম এক থেকে এক হাজার ৩০০ পর্যন্ত আগামী ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
‘গ’ ইউনিটের পরীক্ষায় প্রথম হয়েছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী সাগর নন্দী। তাঁর প্রাপ্ত স্কোর ১৭৮ দশমিক ৪০। দ্বিতীয় হয়েছেন একই কলেজের শিক্ষার্থী মো. নয়ন ইসলাম। তাঁর প্রাপ্ত স্কোর ১৭৬ দশমিক ১৬। তৃতীয় হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সমশাদ আলম। তাঁর স্কোর ১৭৫ দশমিক ৭৬।