অতীতে মেডিকেল ভর্তির প্রশ্ন ফাঁস ছিল গুজব : স্বাস্থ্যমন্ত্রী

অতীতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি গুজব ছিল বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনে মেডিকেল ভর্তি পরীক্ষার খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের কাছে মন্ত্রী এসব কথা বলেন। আজ ১৮টি সেন্টারের ৩৭টি ভেন্যুতে একযোগে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
নাসিম বলেন, ‘এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এবার সরকারি-বেসরকারি মিলিয়ে সাড়ে নয় হাজার আসনের জন্য মোট ৯০ হাজার ৪২৬ জন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে।’
ভর্তি পরীক্ষার ফল একদিনের মধ্যেই প্রকাশের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। ডেন্টাল মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।